আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কীভাবে যাবেন

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কীভাবে যাবেন


আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যাতায়াতের উপায় আকাশপথ ও জলপথ। কলকাতা থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের দূরত্ব ১২৫৫ কিমি। চেন্নাই থেকে দূরত্ব ১১৯০ কিমি এবং বিশাখাপত্তনম থেকে দূরত্ব ১২০০ কিমি।




বিমানে সময় লাগে দু’ঘণ্টা। বিশদ জানতে খোঁজ নিতে পারেন যথাক্রমে ২২৮২২৩৫৬/৬০১২ এবং ২২৯২২২৭/২২৩৭ নাম্বারে।



এছাড়া কলকাতা বন্দর থেকে যাচ্ছে এম ভি হর্ষবর্ধন, এম ভি আকবর নামে দুটো জাহাজ। সাধারণত মাসে তিন-চার বার যাতায়াত করে পোর্ট ব্লেয়ার ও কলকাতার মধ্যে। সাম্প্রতিক ভাড়াসহ জাহাজ ছাড়ার যাবতীয় তথ্যের জন্য 03192: 232694/232747 নাম্বারে খোঁজ নিতে পারেন

ওয়েবসাইটঃ www.andamans.gov.in


















No comments: