সেলুলার জেল

সেলুলার জেল

ন্দামান হচ্ছে এমন একটি স্থান যেখানে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধাচরণকারী অভিযুক্ত অপরাধীদের নির্বাসনে পাঠনো হত এবং জেলে বন্দী করে রাখা হত। অতএব সেলুলার জেল তার রাজত্বের অধীনে একটি মহান অতীতকে জড়িয়ে ধরে আছে। এর ফল হিসাবে স্বাধীতা সংগ্রামের মুক্তিযোদ্ধারা যে কি অসহ দুর্ভোগের মধ্যে দিয়ে তাঁদের জীবন কাটিয়েছিলেন তার সাক্ষী হতে, পর্যটক এবং কৌতূহলী ব্যাক্তিরা এই সেলুলার জেল পরিদর্শনে আসেন।


সেলুলার জেল বা কালাপানি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত একটি পূর্বতন কারাগার। ১৯০৬ সালে এই কারাগারটির নির্মাণ সম্পন্ন হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু বিশিষ্ট আন্দোলনকারী যেমন ১.বটুকেশ্বর দত্ত, ২.উল্লাসকর দত্ত ও ৩.বিনায়ক দামোদর সাভারকরকে এই কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। এখন এই দালানটি জাতীয় স্মৃতি স্মারক হিসেবে ব্যবহৃত হচ্ছে। আন্দামান দ্বীপপুঞ্জে একমাত্র সেলুলার জেলটিই পোড়ামাটির ইঁটে নির্মিত।


No comments: