করবেট টাইগার রিজাভ ভ্রমণ গাইড

করবেট টাইগার রিজাভ 
Jim corbett national park gate

স্থানের নামঃ  করবেট টাইগার রিজাভ
স্থানটি কেমনঃ বনভূমি
স্থানটির অবস্থানঃ  উত্তরা খন্ড, ভারত।  
মুখ্য আকর্ষনঃ বাঘ, হাতিসহ ৫০ প্রজাতির স্তন্যপায়ি, ৫৮০ প্রজাতির পাখি এবং ২৫ প্রজাতির সরীসৃপ।
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ রামনগর, দিল্লি থেকে ২৩৯ কি.মি.  
নিকটবর্তী বিমানবন্দরঃ 50 কিমি দূরে উধম সিং নগর জিলার Pantnagar শহরে 
গুরুত্বপূর্ণ রোড দূরত্বঃ দিল্লি - 260 কি.মি, লখনউ - 145 কি.মি, Nanital - 66 কি.মি, Ranikhet - 112 কি.মি।

হিমালয়ের পাদদেশে ৬০০ থেকে ১১০০ মিটার উচ্চাতায় ১৩১৮ বর্গ কিমি আয়তন জুড়ে করবেট টাইগার রিজাভ। এই বনভূমির মুখ্য আকরষন বাঘ, হাতিসহ ৫০ প্রজাতির স্তন্যপায়ি, ৫৮০ প্রজাতির পাখি এবং ২৫ প্রজাতির সরীসৃপ।

কিভাবে যাবেনঃ 
Ramnagar railway station
ট্রেনেঃ করবেট জাতীয় উদ্যানের নিকটতম শহর রামনগর। হাওড়া থেকে এখানে আসার সরাসরি ট্রেন নেই। দিল্লি থেকে প্রতিদিন ট্রেনে রামনগর জেতে পারবেন। ট্রেন টাইম টেবিলের জন্য click here. 

বাসেঃ দিল্লি থেকে প্রতি ঘণ্টায় রামনগরের বাস পাবেন। বাসের সিট বুক করেত  click here.

প্লেনেঃ রামনগর থেকে 50 কিমি দূরে উধম সিং নগর জিলার প্যান্টনগং শহরে এয়ার পোট।

কোথায় থাকবেনঃ 
করবেট জাতীয় উদ্যানের কাছে থাকা খাওয়া আনেক ব্যয় বহুল। হটালের জন্য  click here.

কি দেখবেনঃ
Jim corbett national park
রামনগর কেন্দ্র করে মারুতি জিপসি বা জিপে করবেট ঘুরে দেখা যায়। পার্ক খলা থাকে সুর্যোদয় থেকে সুর্যাস্ত পর্যন্ত। পার্কে প্রবেশের প্রধান গেত গুলি হলঃ
  1. আমদন্ড গেট (রামনগর থেকে ৩ কিমি দূরে)
  2. ধান গড়ি গেট (২০কিমি দূরে)
  3. খারা গেট  (২০কিমি দূরে)
  4. দুর্গা দেবী গেট (৩০কিমি দূরে)।
   
Ramnagar থেকে Jim Corbett National Park এর ম্যাপ 



Distance Chart Corbett National Park
  1. Delhi to Jim Corbett National Park – 260 kms
  2. Pithoragarh to Jim Corbett National Park – 242 kms
  3. Almora to Jim Corbett National Park – 134 kms
  4. Kausani to Jim Corbett National Park – 162 kms
  5. Haldwani to Jim Corbett National Park – 58 kms
  6. Nainital to Jim Corbett National Park – 66 kms
  7. Bhim Tal to Jim Corbett National Park – 84 kms
  8. Bageshwar to Jim Corbett National Park – 196 kms
  9. Ranikhet to Jim Corbett National Park – 112 kms
  10. Bareilly to Jim Corbett National Park – 165 kms
  11. Lucknow to Jim Corbett National Park – 450 kms
  12. Haridwar to Jim Corbett National Park – 158 kms
  13. Meerut to Jim Corbett National Park – 212 kms
  14. Lansdowne to Jim Corbett National Park – 118 kms







No comments: