আলমোরা ভ্রমন গাইড

আলমোরা
STD Code - 05962
 


নামঃ আলমোরা
অবস্থানঃ আলমোরা জেলা, উত্তরাখণ্ড রাজ্য, ভারত।
স্থানটি কেমনঃ শৈল শহর। ১৫৬৮ সালে এই শহর গড়ে ওঠে।
মুখ্য আকর্ষনঃ বাগিচা, পাহাড়।
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ  কাঠগদাম ৮২ কি.মি। ভিমতাল হয়ে।
নিকটবর্তী বিমানবন্দরঃ উধম সিং নগর জিলার পান্টনাগর শহরে পান্টনাগর এয়ারপোট। ১১৩ কি.মি।

ত্তরাখন্ডের জনপ্রিয় হিল ষ্টেশন আলমোরাকে বলা হয় 'কুমায়ুনের সাংস্কৃতিক রাজধানী। ১৬৫০ মিটার উচ্চতায় আশ্বখুরাকৃতি গিরিশিরায় গড়ে ওঠা এই শৈলশহরে ব্রিটিশদের অবদান নেই বললেই চলে। কুমায়ুনের নিজস্ব সাংস্কৃতিকে ভর করে ধিরে ধিরে বিকশিত হয়েছে আজকের আলমরা। শহরকে বেষ্টন করে আছে কৌশিক (কোশি) ও শাল্মলী (স্যুয়াল) নদী।

মুন্সিয়ারি ভ্রমণ গাইড

মুন্সিয়ারি

Image result for Munsiyari
 Munsiyari

নামঃ মুন্সিয়ারি
অবস্থানঃ পিথরাগড় জেলা, উত্তরাখণ্ড রাজ্য, ভারত
স্থানটি কেমনঃ শৈল শহর
মুখ্য আকর্ষনঃ পঞ্চচুল্লি শৃঙ্গমালা, বাগিচা
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ কাঠগদাম ২৮১ কি.মি
নিকটবর্তী বিমানবন্দরঃ পান্টনাগর এয়ারপোট, উধম সিং নগর  
মুন্সিয়ারিকে কুমায়ুন পাহড়ের রানি বললে অত্যুক্তি হবে না। মুন্সিয়ারির প্রধান আকর্ষণ পঞ্চচুল্লি শৃঙ্গমালা। এই পাহাড়ি জনপদের উচ্চতা ,২০০ মিটার। কুমায়ুনের একাধিক জনপ্রিয় ট্রেকিং পথের শুরুও হয়েছে এখান থেকে। মুন্সিয়ারি মাঝারি মাপের গঞ্জ। পাহাড়ের ঢালে পাইন, দেওদারের সবুজ সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। এখান থেকে চীন সীমান্ত খুব একটা দূরে নয়। মুন্সিয়ারিতে দিন দুয়েক থাকতে হবে

বিনসর ভ্রমণ গাইড


বিনসর 
Image result for Binsar
Binsar, a view of Kumaun Himalaya

নামঃ বিনসর। 
অবস্থানঃ উত্তরাখণ্ড রাজ্য, ভারত
স্থানটি কেমনঃ অভয়ারণ্য
মুখ্য আকর্ষনঃ নিরালায় অবকাশ যাপন হিমালয়ের সান্নিধ্য অনুভব করা।
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ কাঠগদাম  ১১৭কি.মি
নিকটবর্তী বিমানবন্দরঃ পান্টনাগর এয়ারপোট, উধম সিং নগর

পাহাড় বেড়ানোয় জঙ্গলের স্বাদ পেতে যেতে হবে আলমোড়া থেকে ৩১ কিমি দূরে পাইন, ওক, দেবদারু, রডোডেনড্রন আর ক্যাকটাসের অরণ্যভূমি বিনসর। ,৪১২ মিটার উচ্চতায় বিনসর থেকে কেদারনাথ, চৌখাম্বা, নন্দাঘুন্টি, পঞ্চচুল্লি প্রভৃতি হিমালয়ের শৃঙ্গরাজি অপরূপ দৃশ্যপট রচনা করে। বিনসর বনভূমিতে বনমুরগি, বার্কিং ডিয়ার, বুনোশুয়োর প্রভৃতি প্রাণীর নানান প্রজাতির পাখির দেখা মিলবে