এলাহাবাদ ভ্রমন গাইড

এলাহাবাদ
 এস টি ডি কোড: ০৫৩২

ইতিহাস: 
লাহাবাদ বা প্রয়গ ভারতের প্রাচীনতম তথা প্রবিত্রতম শহর। উত্তর ভারতের প্রাণদায়ী দুটি প্রধান নদী গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে সরস্বতী (যা বর্তমানে অদৃশ্য) মিশেছে। তিন নদীর 
সঙ্গমস্থলে অর্থাৎ ত্রিবেণীকে ঘিরে প্রতি বছর মাঘমাসে বসে মকরসংক্রান্তি মেলা। ছয় বছর অন্তর অর্ধকুম্ভ  আর বারো বছর অন্তর বসে পূর্ণকুম্ভ মেলা। পিতামহ ব্রহ্মা 'প্রকৃস্ট যজ্ঞ' করে এই স্থানের নাম রাখেন 'তীর্থরাজ'। আকবর ১৫৭৫ সালে প্রয়াগে এসে পত্তন করেন 'ইলাহাবাস' নামে নতুন নগর। এরপর ১৫৮৩ সালে সুবিশাল দুর্গ নির্মিত হল। আর ব্রিটিশ শাসনের সময় উত্তর-পশ্চিম প্রদেশের সদর দপ্তর আগ্রা থেকে সরিয়ে এলাহাবাদে আনার পর থেকে আধুনিক শহর হিসাবে এর গুরুত্ব বারে। এলাহাবাদ-এ গুগল ম্যাপ দেখতে click here.

কীভাবে যাবেন:
ট্রেন: কলকাতা থেকে ট্রেনে পূর্বা এক্স:, তুফান এক্স:, রাজধানী এক্স:, হাওড়া-নিউদিল্লি এক্স:, কালকা মেল প্রভিতি ছাড়াও অনেকগুলো ট্রেন পাবেন। ৮১৪ কিমি যেতে ট্রেন ভেদে সময় লাগে কমবেশি ১৪ ঘন্টা
এলাহাবাদ জংশন
 (রাজধানী ১০ ঘন্টা)
এলাহাবাদ জংশনের স্টেশন কোড: ALDএলাহাবাদ আসার ও যাওয়ার ট্রেনের লাইভ লিস্ট জন্য click here.

বাসে: বারাণসী জংশনের অদূরে এখানকার প্রধান বাসস্ট্যান্ড। এখান থেকে প্রতি ঘন্টায় পাবেন এলাহাবাদগামী এক্সপ্রেস ও এসি বাস। কমবেশি তিন ঘন্টার জার্নি দুরত্ব ১২২ কিমি। বাসের সিট বুক করতে click here.


কোথায় থাকবেন:
ধর্মশালা: 
  1. স্টেশন থেকে ৫-৭মিনিট হাঁটা পথে লিডার রোডের মোড়ের কাছে ড: কাটজু রোডে সেবারাম ধর্মশালা। 
  2. হিউয়েট রোডে (স্বামী বিবেকানন্দ রোডে ) চামেলিবাই ধর্মশালা।
  3. সাহগঞ্জ  চৌকে ঘড়ি ধারের কাছে হিন্দুধর্মশালা।
  4. জিরোরোডে বাস স্টান্ডের কাছাকাছি মুঠি গঞ্জে কে.পি কাক্কর রোডে শ্রী পুরুষত্তমদাস আগরওয়ালা ও চীনী ধর্মশালা।
  5. যমুনা ব্যাংক রোডে মনকামেশ্বর মন্দিরের কাছে শেঠ কানজি খইতান ও লোহানা ধর্মশালা।
  6. সবচেয়ে দূরে (সঙ্গমে জেতে গেলে কাছে) দ্বারাগঞ্জ এম জি স্টেশনের অদূরে বাঁশীধর গোপালদাস রাস্তগি ও সিন্ধি ধর্মশালা। 
  7. বাঙালিদের প্রিয় কালীবাড়ি যাত্রীনিবাস (২১১০০৩)
  8. কুম্ভ মেলা
  9. ভারত সেবাশ্রম সঙ্ঘ যাত্রী নিবাস (২১১০০৬)              

এলাহাবাদে পর্যটন বিভাগের বাংলো: 
  1. মহাত্মা গান্ধী মর্গে রাহি ইলাবার্ট টুরিস্ট বাংলো (২৬০১৪৪০/৪৩৭৭)
  2. যমুনা ব্যাংক রোডে রাহি ত্রিবেনী দর্শন (২৫৫৮৬৪৬)। 
এছাড়া এলাহাবাদে আরও হোটেলের জন্য click here.

কি খাবেন:
এলাহাবাদের চানাচুর ও কালাকাঁদ ভালো।

কী দেখবেন:
গঙ্গা, যমুনা
ধর্মপ্রাণ মানুষের দৃড় বিশ্বাস গঙ্গা, যমুনা, ও অন্তঃসলিলা সরস্বতীর সঙ্গমস্থলে কয়েকফোঁটা অমৃত পরেছিল। তাই সঙ্গম মাহাত্ম্যে বিশ্বাস করে যুগযুগান্তর ধরে মানুষ এখানে ছুটে এসেছে অবগাহন করার জন্য। শেয়ার নৌকায় উঠে মাঝনদীতে সঙ্গমে যেতে কোনও সমস্যা নেই। তবে ভালকরে কথা না বলে পরিবারের জন্য আলাদা নৌকা ভাড়া করে সঙ্গম দেখতে গেলে সমস্যায় পড়তে পারেন। প্রথম সমস্যা দেখা দেয় নৌকার ভাড়া নিয়ে, এর ওপর আছে মাঝনদীতে গিয়ে পান্ডাদের পূজোর নাম করে অতিরিক্ত অর্থের দাবি মেটানো। 

১. এলাহাবাদ ফোর্ট: সঙ্গমের কাছে আকবরের তৈরি সুবিশাল কেল্লা যার অধিক অংশ মিলিটারিদের দখলে। সামনের অংশে পাতালপুরী মন্দির ও অক্ষয়বট দেখতে পারেন। কেল্লার মূল প্রবেশ পথের কাছে দেখবেন খ্রিষ্টপূর্ব ২৩২-এ নির্মত অশোকস্তম্ভ। ম্যাপ দেখতে click here.  

২. বড়া হনুমান মন্দির: সঙ্গমের কাছে এই অভিনব মন্দিরে দেখবেন পবনপুত্র হনুমানের বেশ বড় আকারে শায়িত মূর্তি। বলা হয় বছরে একবার হলেও সঙ্গমের জল ফুলে উঠে পবনপুত্রের চরণ ধুইয়ে দেয়।

৩. শঙ্কর বিমান মন্ডপম: সঙ্গমের কাছে হাল আমলে তৈরি ১৩০ ফুট উঁচু চারতলা মন্দিরের বিভিন্ন তলায় দেখবেন তিরুপতি বালাজি, কমক্ষাদেবী, সিবলিঙ্গ সহ জগৎ গুরু শঙ্করা চার্যের বিগ্রহ।

৪. আনন্দভবন: নেহরুর পৈতৃক বাসভবন এখন জাতীয় সংগ্রহশালা। পরিবারের বিভিন্ন সদস্যের ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র এখানে খুব সুন্দর করে সাজানো আছে। এখনে আরও দেখবেন স্বরাজভবন ও জহর প্ল্যানেটোরিয়াম। 

 
আনন্দভবন

৫. খুসরুবাগ: সুসজ্জিত উদ্যানের মাঝে জাহাঙ্গিরের বড়ছেলে খুসরুর এই সমাধি সৌধ মোগল স্থাপত্যরীতিতে নির্মিত। বেলে পাথরের এই সৌধের পাশে যুবরাজের মা শাহ বেগমকে সমাহিত করা হয়েছে। 

এই প্রধান দর্শনীয় স্থনগুলো ছাড়াও এলাহাবাদে দেখবেন-

  1. মিউজিয়াম 
  2. ভরদ্বাজ আশ্রম 
  3. বেনীমাধব মন্দির 
  4. কল্যানীদেবী মন্দির (সতীপীঠ বলে বিশ্বাস ) 
  5. আলোপীদেবী মন্দির 
  6. নাগবাসুকী মন্দির 
  7. শিবকুটি 
  8. অল সেন্টস ক্যাথিড্রাল 
  9. সেন্ট জোসেফস ক্যাথিড্রাল 
  10. পাত্থর গির্জা 
  11. হনুমান নিকেতন 
  12. চন্দ্রশেখর আজাদ পার্ক 
  13. এলাহাবাদ জংশন স্টেশন থেকে ৮ কিমি দূরে Indian Institute of Information Technology. স্টেট ভিউ বা সরাসরি দেখতে click here.    
চুক্তিতে অটো ভাড়া করে এই স্পটগুলো ঘুরে দেখুন। তবে অটো ভাড়া করার সময় উল্লেখিত প্রতিটি স্পটের কথা বলবেন। 

এলাহাবাদে আপনি যদি ২ দিন থাকেন তবে গাড়ি করে বেড়িয়ে নিতে পরেন-
  1. বৌদ্ধতীর্থ কৌশাম্বি (৬০ কিমি) কৌশাম্বি ম্যাপ দেখতে click here.
  2. লাক্ষাগৃহ (৪৫ কিমি) এখানে পান্ডবদের পুড়িয়ে মারার জন্য জতুগৃহ নিমৃত হয়েছিল। 
  3. সীতামারি (৭৫ কিমি দূরে সীতার প্রাপ্তিস্থল)।   
প্রয়োজনীয় তথ্য ও ফোন নাম্বার-
ডাফরিন হসপিটাল - ২৬৫১৮২২, কমলা নেহরু হসপিটাল - ২৬০৮৮৩০, ডি.এম - ২৬৪১২৫৩/২৬৪০৩০০, এস.পি - ২৬৪১৯০২, ২৬৪০৬০০, টুরিস্ট ইনফরমেশন অফিস - ২৬০১৮৭৩ রেলওয়ে (জংশন) ১৩১, ১৩৩১, ২৬০০১৭৯, রেলওয়ে ( সিটি) - ২৬০৬৮৭৮, বাস ষ্টান্ড (সিভিল লাইন্স) - ২৬০১২৫৭।