আলমোরা ভ্রমন গাইড

আলমোরা
STD Code - 05962
 


নামঃ আলমোরা
অবস্থানঃ আলমোরা জেলা, উত্তরাখণ্ড রাজ্য, ভারত।
স্থানটি কেমনঃ শৈল শহর। ১৫৬৮ সালে এই শহর গড়ে ওঠে।
মুখ্য আকর্ষনঃ বাগিচা, পাহাড়।
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ  কাঠগদাম ৮২ কি.মি। ভিমতাল হয়ে।
নিকটবর্তী বিমানবন্দরঃ উধম সিং নগর জিলার পান্টনাগর শহরে পান্টনাগর এয়ারপোট। ১১৩ কি.মি।

ত্তরাখন্ডের জনপ্রিয় হিল ষ্টেশন আলমোরাকে বলা হয় 'কুমায়ুনের সাংস্কৃতিক রাজধানী। ১৬৫০ মিটার উচ্চতায় আশ্বখুরাকৃতি গিরিশিরায় গড়ে ওঠা এই শৈলশহরে ব্রিটিশদের অবদান নেই বললেই চলে। কুমায়ুনের নিজস্ব সাংস্কৃতিকে ভর করে ধিরে ধিরে বিকশিত হয়েছে আজকের আলমরা। শহরকে বেষ্টন করে আছে কৌশিক (কোশি) ও শাল্মলী (স্যুয়াল) নদী।
  
কিভাবে যাবেনঃ
ট্রেনে কাঠগোদাম  পৌঁছে বাছে বা গাড়িতে আলমোড়া ৮৭ কিমি।    

কোথায় থাকবেনঃ
Savoy Hotel
Address : Mall Road
Phone No. : 9411327415
Email ID : savoyntl@gmail.com
Website : www.ashoknainital.com
Type : Budget
Rooms in Hotel : 18

Khazanchand Mansion
Address : Tha Mall
Phone No. : 05962-230337
Rooms in Hotel : 7

Hotel Himsagar
Address : The Mall
Phone No. : 05962-230711, 232256, 230119
Email ID : info@hotelhimsagar.com
Website : www.hotelhimsagar.com
Type : 2 Star
Rooms in Hotel : 24

Xanadu Resort
Address : Majkhali Via Ranikhet
Email ID : info@xanaduresort.in
Website : www.xanaduresort.in
Type : 3 Star

Shipra Hotel
Address : Picture Palace, The Mall
Phone No. : 0135-2632662, 2632373
Type : 3 Star
Rooms in Hotel : 80

Solitaire Plaza
Address : Kingeraig Road, Picture Palace
Phone No. : 0135-2632165
Email ID : mukesh.bhatt002@gmail.com
Type : 3 Star
Rooms in Hotel : 28

Mussoorie - Pine Hill, A Sterling Holidays Resort
Address : Radha Bhawan Estate, Circular Road
Phone No. : 0135-2631713/ 715
Fax No. : 0135-2631714
Email ID : info.resorts@sterlingholidays.com
Website : www.sterlingholidays.com
Type : 3 Star
Rooms in Hotel : 62

Kalmatia Sangam Himalaya Resort
Address : Kalimat Estate, Kasar Devi, Upper Binsar Road
Phone No. : 05962-251101, 05962-251176
Email ID : manager@kalmatia-sangam.com
Website : www.kalmatia-sangam.com
Type : 3 Star
Rooms in Hotel : 10

Imperial Heights
Address : Kasar Devi, Binsar Road
Phone No. : 05962-251009, 251010
Email ID : info@imperialheightsbinsar.in
Website : www.imperialheightsbinsar.in
Type : 3 Star
Rooms in Hotel : 10

Kasaar Jungle Resort
Address : Binsar Road, Near Kasaar Devi Temple
Phone No. : 05962-251127, 251181, 82
Email ID : kasaarjungle@yahoo.co.in
Website : www.kasaarjungleresort.com
Type : 3 Star
Rooms in Hotel : 26

Hotel Shikhar
Address : Mall Road
Phone No. : 05962-230253, 230156
Fax No. : 05962-230395
Email ID : hotelshikhar@gmail.com
Website : www.hotelshikhar.in
Type : 3 Star
Rooms in Hotel : 52


কী দেখবেনঃ
প্রথম দিন
হিমালয়ের অপরূপ নৈসর্গিয় সৌন্দর্জ অবলোকন তো আছেই, সেই সঙ্গেই আলমোরাকে কেন্দ্র করে বেশ কয়েকটা স্পট ঘুরে নেওয়া যায়।             
  1. বাসস্ট্যান্ডের অদূরে গোবিন্দ বল্লভ পন্থ পাবলিক মিউজিয়ামে দেখবেন 'আইপান' (এক ধরনের ফোক পেন্টিং) ও বহু ঐতিহাসিক এবং পুরাতাত্ত্বিক নিদর্শন।
  2. সানরাইজ ও সানসেট পয়েন্ট হিসাবে খ্যাত ব্যাইট অ্যান্ড কর্নারে রামকৃষ্ণ মান্দির।
  3.  ডিয়ার পার্ক।
  4. প্রায় হাজার বছরের প্রাচীন নন্দাদেবীর মান্দির।
  5. কাসার দেবী মান্দির।
  6. গোলুদেবতা মান্দির (৮ কিমি দূরে হাজারো ঘন্টা ঝোলান মান্দিরটি ফার ও পাইনের জঙ্গলের মাঝে)।
  7. কাটারমলার সূর্জ মান্দির (১৭ কিমি দূরে ৮০০ বছরের আধিক পুরানো মান্দির)।
  8. ৩৬ কিমি দূরে গণনাথে প্রাকৃতিক গুহা ও শিব মান্দির।
  9. ২০ কিমি দূরে লাখুদিয়ার-এ অগুন্তি গুহার মধ্যে কয়েকটিতে প্রি-হিস্টরিক গুহাচিত্র যথেষ্ট আকর্শনীয়।
 

দ্বতীয় দিন
  1. ৩৫ কিমি দূরে যাগেশ্বর মন্দির কমপ্লেক্সও খুব গুরুত্বপূর্ণ। এখনে দেখবেন ছোটবড় মিলিয়ে ১২৪ টি মন্দির ও অসংখ্য মূর্তি।  ১৯০০ মিটার উচ্চতায় দেওদার অ ফারে ছাওয়া যাগেশ্বরের পরিবেশও মনকে আচ্ছন্ন করে। এখানকার প্রধান মান্দিরটি বাল যাগেশ্বরের অর্থাৎ শিশুশিবের। যাগেশ্বরের পর্জটন বিভাগের টুরিস্ট রেস্ট হাউস (০৫৯৬২-২৬৩০২৮)।  


প্রয়োজনীয়  তথ্য ও ফোন নম্বর 
  1. জেলা হসপিটাল - ২৩০০৬৪     
  2. অ্যাম্বুলেন্স - ১০২, ২৩০০৬৪
  3. পুলিশ - ১০০
  4. পুলিশ লাইন - ২৩০১৯৮

                                     
গন্তব্য দূরত্ব
  1. নয়া দিল্লি - 365 কিমি
  2. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লি - 379 কিমি
  3. বেরিলি - 185 কিমি
  4. লখনউ - 446 কিমি
  5. চণ্ডীগড় - 565 কিমি
  6. দেরাদুন - 415 কিমি
  7. কাঠগোদাম  রেলস্টেশন - 81 কিমি
  8. মোরাদাবাদ - 212 কিমি
  9. করবেট ন্যাশনাল পার্ক - 120 কিমি
  10. কৌশানি - 50 কিমি
  11. রানিখেত - 44 কিমি
  12. বাঘেস্বর - 72 কিমি
  13. নৈনিতাল - 63 কিমি
  14. হলদয়ানি - 87 কিমি
  15. পাথরাগড় - 119 কিমি
  16. মুসউরি - 445 কিমি
  17. নয়ডা - 340 কিমি
  18. রুদ্রপুর - 120 কিমি
  19. হরিদ্বার - 365 কিমি


Almora Map

No comments: