পাতাল ভুবনেশ্বর ভ্রমণ গাইড

পাতাল ভুবনেশ্বর

Image result for Patal Bhubaneswar


  Patal Bhubaneswa

নামঃ পাতাল ভুবনেশ্বর
অবস্থানঃ পিথরাগড় জেলা, উত্তরাখণ্ড রাজ্য, ভারত
স্থানটি কেমনঃ পাহাড়ি গ্রাম।  
মুখ্য আকর্ষনঃ গুহা মন্দির
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ কাঠগদাম ১৯৪ কি.মি
নিকটবর্তী বিমানবন্দরঃ পান্টনাগর এয়ারপোট, উধম সিং নগর  


উচ্চতা মাত্র ১৩৫০ মিটার কিন্তু স্থানমাহাত্মে প্রাচীনতায় এই শৈব তীর্থের স্থান আনেক উচ্চে। স্কন্দপুরানেরমানস কাণ্ডেএই তীর্থের উল্লেখ আছে। কৈলাশ মানস সরোবরসহ হিমালয় ভ্রমণের সময় আদি শঙ্করাচার্জ এখানে এসেছিলেন। তখন থেকে ভাণ্ডারীরা বংশানুক্রমে মহাদেবের পুজো করে আসছেন।                  

কিভাবে যাবেনঃ
কোলকাতা থেকে সরাসরি ট্রেনে কাঠগদাম পৌঁছে গাড়িতে আলমোরা হয়ে পাতাল ভুবনেশ্বর কাঠগদামে আসা যাওয়ার ট্রেনে টাইম জানতে এখানে ক্লিক করুন 

কোথায় থাকবেনঃ
ট্যুরিস্ট রেস্ট হাউস (০৫৯৬৪-২৪২৫৮৪), হোটেল গ্রেটার কৈলাশ (০৩৩-২২৩৬৬৯৭১) পাতাল ভুবনেশ্বরে হোটেল বুকিং এর জন্য এখানে ক্লিক করুন

কী দেখবেনঃ

  1. পাতাল ভুবনেশ্বরে কেবল একটা মাত্র গুহা নয়, দেখবেন গুহার ভেতরে একাধিক গুহা ভেতরের দিকে নেমে গেছে। গাইড আপনাকে পথ চিনিয়ে সঠিক গুহায় নামাবেন। আধো অন্ধকার গুহার অভ্যন্তরে আপনাকে লোহার শিকল ধরে বসে বসে নামতে হবে আনেকটা নিচে পাতাল ভুবনেশ্বর শিবের গুহা
  2. গুহার ভেতরে দেখবেন প্রকৃতির আপন খেয়ালে গড়ে ওঠা শিল্পকর্ম। এগুলো প্রকৃতপক্ষে চুনাপাথরের জল চুঁইয়ে পড়ে সৃস্ট স্ট্যালাগমাইট স্ট্যালাকটাইট। তবে বিস্মিত হতে হয় শিবের জটার মতো দেখতে স্ট্যালাকটাইট ফরমেশন দেখে। এছারাও দেখবেন শেষনাগ, গরুড়, কামধেনু বা হাতির মতো দেখতে বিচিত্র পাথরের রূপ। গুহায় প্রবেশের জন্য গাইড নেওয়া বাধ্যতামূলক।     
পাতাল ভুবনেশ্বরকে কেন্দ্র করে দেখুন-
  1. গঙ্গোলিহাটে মহাকালিকা মন্দির (১৪ কিমি)
  2. বেনীনাগে চা বাগান (২৭ কিমি)
  3. বেনীনাগ মন্দির
  4. বিভিন্ন ভিউপইয়েন্ট থেকে পঞ্চচুল্লির অনবদ্য রুপবাহার।                  

Kathgodam to Patal Bhubaneswar Map



No comments: