সেলুলার জেল
সেলুলার জেল
আন্দামান হচ্ছে এমন একটি স্থান যেখানে ব্রিটিশ
শাসকদের বিরুদ্ধাচরণকারী অভিযুক্ত অপরাধীদের নির্বাসনে পাঠনো হত এবং জেলে বন্দী
করে রাখা হত। অতএব সেলুলার জেল তার রাজত্বের অধীনে একটি
মহান অতীতকে জড়িয়ে ধরে আছে। এর ফল হিসাবে স্বাধীতা
সংগ্রামের মুক্তিযোদ্ধারা যে কি অসহ দুর্ভোগের মধ্যে দিয়ে তাঁদের জীবন কাটিয়েছিলেন
তার সাক্ষী হতে, পর্যটক এবং কৌতূহলী ব্যাক্তিরা এই সেলুলার জেল পরিদর্শনে আসেন।
সেলুলার জেল বা কালাপানি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
অবস্থিত একটি পূর্বতন কারাগার। ১৯০৬ সালে এই কারাগারটির নির্মাণ সম্পন্ন হয়।
ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু বিশিষ্ট আন্দোলনকারী যেমন ১.বটুকেশ্বর
দত্ত, ২.উল্লাসকর দত্ত
ও ৩.বিনায়ক দামোদর সাভারকরকে এই কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। এখন এই দালানটি
জাতীয় স্মৃতি স্মারক হিসেবে ব্যবহৃত হচ্ছে। আন্দামান দ্বীপপুঞ্জে একমাত্র সেলুলার
জেলটিই পোড়ামাটির ইঁটে নির্মিত।
লং আইল্যান্ড
লং আইল্যান্ড
লং আইল্যান্ড হল আন্দামানের পরিপার্শ্বিক দৃশ্যবৎ স্থানগুলির মধ্যে
সবচেয়ে এক অন্যতম প্রিয়। ভ্রমণার্থীরা ডলফিনদের রক্ষণাবেক্ষণ দেখার জন্য এই জায়গায়
ভিড় করে। লালাজী উপসাগরে অবস্থিত বালুকাময় সমুদ্রসৈকতও লং আইল্যান্ড-এর এক মূখ্য
স্থান বলে বিবেচনা করা হয়।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কী দেখবেন
আন্দামান ও
নিকোবর দ্বীপপুঞ্জে কী দেখবেন
প্রকৃতি প্রেমীদের কাছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ হল এক
স্বর্গোদ্যান। এই দ্বীপপুঞ্জ প্রতি
বছর বিপূল সংখ্যক পর্যটকদের আকর্ষিত করে। এটি এক অতীব সৌন্দর্যময় স্থান যা এক
আদর্শ অবকাশ যাপনের প্রফুল্লতা প্রদান করে। নিকোবর একটি ক্ষুদ্র স্থান দখল করে
রয়েছে, তবে
এটি এক পূর্ণরূপে সুসজ্জিত দুনিয়া।
নিকোবরে পারিপার্শ্বিক দৃশ্য মানেই সুন্দর সুন্দর সমুদ্রসৈকত ও
ম্যানগ্রোভ অরণ্যগুলিতে উত্তেজক আনন্দের উপলব্ধি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
সেই সমস্ত ব্যাক্তিদের জন্য আদর্শ যারা প্রকৃতির সর্বাঙ্গীন নির্জনতাকে ভালোবাসেন।
সমুদ্র তীরবর্তী চারপাশের অঞ্চলগুলি ঐশ্বরিক সম। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবর দ্বীপটি সামুদ্রিক জীবন সমৃদ্ধ।
আন্দামানে
পরিদর্শনযোগ্য স্থানঃ-
১. লং আইল্যান্ড।
২. সেলুলার জেলঃ-
৩. আ্যনথ্রোপলোজিক্যাল মিউজিয়াম।
৪. মহাত্মা গান্ধী মেরিন্ ন্যাশনাল পার্ক।
নিকোবরে
পরিদর্শনযোগ্য স্থান
১. ইন্দিরা পয়েন্ট।
২. কার নিকোবর
৩. কটচলঃ-
৪. গ্রেট নিকোবর আইল্যান্ডঃ-
ভ্রমণের অভিজ্ঞতাঃ
আন্দামানে ভ্রমণের অভিজ্ঞতা ১
আন্দামানে ভ্রমণের অভিজ্ঞতা ২
আন্দামানে ভ্রমণের অভিজ্ঞতা ৩
আন্দামানে ভ্রমণের অভিজ্ঞতা ৪
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কী খাবেন
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কী
খাবেন
আন্দামান এবং নিকোবর এক দ্বীপ অঞ্চল হওয়ায় বিভিন্ন
ধরনের সামুদ্রিক খাবার এখানে প্রধানত বিখ্যাত যেমনঃ ১.কাঁকড়া,
২.মাছ, ৩.গলদা চিংড়ি ও ৪.চিংড়ি। এর পাশাপাশি
ভারতীয় এবং চীনাজাতীয় বিভিন্ন নিরামিষ এবং আমিষ খাবারও এখানে উপলব্ধ রয়েছে।
পাশাপাশি এই দ্বীপপুঞ্জের সুখ্যাত রেস্তোঁরাগুলি বিভিন্ন প্রকারের জিভে জল আনা
লোভনীয় মহাদেশীয় খাবারও নিবেদন করে।
একজন ভোজন রসিকের আন্দামান এবং নিকোবরের স্বাদ আস্বাদনের অন্বেষণে
এখানকার বেশ কিছু জনপ্রিয় রেস্তোঁরাগুলিতে ঘুরে আসা প্রয়োজন সেগুলির নিম্নলিখিত রূপে বর্ণনা করা হয়েছেঃ-
মান্দালয় রেস্তোঁরা ও নিকো বারঃ- ভারতীয়, চীনা এবং
মহাদেশীয় রান্নার খাবার।
ওয়্যাইল্ড গ্রাস্ রেস্তোঁরা এবং বারঃ- সামুদ্রিক খাবার।
বিশ্রান্তিঃ- ভারতীয়, চীনা ও মহাদেশীয় রান্নার খাবার।
কোরবাইন’স ডিল্যাইট রেস্তোঁরা এবং বারঃ- উত্তর ভারতীয়, চীনা এবং
মহাদেশীয় রান্নার খাবার।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোথায় থাকবেন
- Sea Princess Beach Resort - Address: Wandoor, Near New Wandoor Beach, Port Blair, Andaman and Nicobar Islands 744101, Phone: 03192 280 002.
- Andaman Residency - Address: J.N Road, Goal Ghar, Port Blair, Port Blair, Andaman and Nicobar Islands 744101, Phone: 03192 242 200.
- Sinclairs Bayview Port Blair - Address: Corbyns Cove Road, South Point, Shadipur, Port Blair, Andaman and Nicobar Islands 744106, Phone: 03192 227 824.
- Anugama Resort - Address: wandoor village, port blair, Andaman and Nicobar Islands 744103, Phone: 03192 280 068, http://www.anugamaresort.com
- SilverSand Beach Resort - Address: No. 5, Vijay Nagar Beach, Havelock Island, Andaman and Nicobar Islands 744101, Phone: 03192 211 073.
- Summer Sands Beach Resort - Address: Ram Nagar Beach, Neil Island, Ram Nagar, Andaman and Nicobar Islands 744104, Phone: 093509 88988, www.summersands.in
- Hotel Sentinel - Address: Phoenix Bay, Port Blair, Andaman and Nicobar Islands 744101, Phone: 099320 89996. www.hotelsentinelandamans.com
- SeaShell Port Blair - Address: Marine Hill, Port Blair, Andaman and Nicobar Islands 744101, Phone: 03192 242 77, http://seashellhotels.net
- Fortune Resort Bay Island - Address: Marine Hill, Port Blair, Andaman and Nicobar Islands 744101, Phone: 03192 234 101, https://www.fortunehotels.in
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কীভাবে যাবেন
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কীভাবে যাবেন
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যাতায়াতের উপায় আকাশপথ ও জলপথ। কলকাতা
থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের দূরত্ব ১২৫৫ কিমি।
চেন্নাই থেকে দূরত্ব ১১৯০ কিমি এবং বিশাখাপত্তনম থেকে দূরত্ব ১২০০ কিমি।
বিমানে সময় লাগে দু’ঘণ্টা। বিশদ জানতে খোঁজ নিতে পারেন যথাক্রমে
২২৮২২৩৫৬/৬০১২ এবং ২২৯২২২৭/২২৩৭ নাম্বারে।
এছাড়া কলকাতা বন্দর থেকে যাচ্ছে এম ভি হর্ষবর্ধন, এম ভি আকবর নামে দুটো জাহাজ। সাধারণত
মাসে তিন-চার বার যাতায়াত করে পোর্ট ব্লেয়ার ও কলকাতার মধ্যে। সাম্প্রতিক ভাড়াসহ
জাহাজ ছাড়ার যাবতীয় তথ্যের জন্য 03192: 232694/232747 নাম্বারে খোঁজ নিতে পারেন।
ওয়েবসাইটঃ www.andamans.gov.in
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইতিহাস
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইতিহাস
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মান্ধাতার আমলের থেকেই আদিবাসী জনগোষ্ঠীর আবাসভূমি।
১৭৭৭ সালে ব্রিটিশরা এই অঞ্চলে একটি নৃবেজ্ঞানী সমীক্ষা চালিয়েছিল। এই সমীক্ষা থেকে
জানা যায় যে, বহিরাগতদের আগমনের আগে কয়েক শতাব্দীকাল এই দুই দ্বীপপুঞ্জ নেগ্রিটো
ও মঙ্গোলয়েড জাতির অধিকারে ছিল।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইতিহাসকে চারটি ভাগে ভাগ করা হয়ঃ
- ব্রিটিশ অধিকার প্রতিষ্ঠা
- ব্রিটিশ রাজত্ব
- জাপানি রাজত্ব
- স্বাধীনোত্তর যুগের ইতিহাস।
১৭৮৮ সালে দুই নৌ-আধিকারিকের সুপারিশক্রমে ১৭৮৯ সালে তদনীন্তন
গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিশ পোর্ট কর্নওয়ালিশের কাছে চাটহাম দ্বীপে একটি
ব্রিটিশ উপনিবেশ স্থাপন করেন। এই বছরই লেফটানেন্ট রেজিনল্ড ব্লেয়ার এই অঞ্চলে
একটি সমীক্ষার কাজ চালান। তাঁর নামানুসারে পোর্ট কর্নওয়ালিশের নাম হয় পোর্ট ব্লেয়ার।
১৮৫৭ সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশ সরকার এখানে একটি কারাগার
স্থাপনের পরিকল্পনা করে। ১৮৫৮ সালে ভাইপার দ্বীপে তৈরি হয় একটি কারাগার, একটি গ্যালো ও
একটি জনবসতি। ২০০ জন বন্দীকে এই কারাগারে এনে রাখা হয়। এঁদের অধিকাংশই ছিলেন
ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর বিদ্রোহী সৈনিক। ১৯০৬ সালে পোর্ট ব্লেয়ারে সেলুলার
জেল তৈরি হলে আগের কারাগারটি পরিত্যক্ত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালে ১৯৪২ সালের ২১ মার্চ জাপানিরা
আন্দামান দখল করে নেয়। জাপানি সেনাবাহিনীর হাতে এই অঞ্চলের বহু নিরপরাধ মানুষও
নিহত হন। পরে জাপানিরা এই দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ
হিন্দ সরকারের হাতে তুলে দেয়। ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর সুভাষচন্দ্র পোর্ট
ব্লেয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। ১৯৪৫ সাল পর্যন্ত এই অঞ্চল
ব্রিটিশদের অধিকারমুক্ত ছিল। এই সময় আন্দামান খাদ্য উৎপাদনে স্বনির্ভর হয়ে ওঠে।
১৯৪৫ সালের ৮ অক্টোবর জাপানি সেনাবাহিনীর দক্ষিণ পূর্ব এশিয়া কম্যান্ড পোর্ট
ব্লেয়ারে আত্মসমর্পণ করলে ব্রিটিশরা এই দ্বীপপুঞ্জের অধিকার আবার ফিরে পায়।
১৯৪৭ সালের ১৫ অগস্ট আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একত্রে স্বাধীন
ভারতের হয়।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
আন্দামান ও
নিকোবর দ্বীপপুঞ্জের
- ইতিহাস
- কীভাবে যাবেন
- কোথায় থাকবেন
- কী খাবেন
- কী দেখবেন
- জেনে রাখুন
- মানচিত্র
Subscribe to:
Posts (Atom)