আলমোরা
STD Code - 05962
নামঃ আলমোরা
অবস্থানঃ আলমোরা জেলা, উত্তরাখণ্ড
রাজ্য, ভারত।
স্থানটি কেমনঃ শৈল শহর। ১৫৬৮ সালে এই শহর গড়ে ওঠে।
মুখ্য আকর্ষনঃ বাগিচা, পাহাড়।
নিকটবর্তী রেলওয়ে স্টেশনঃ কাঠগদাম ৮২ কি.মি। ভিমতাল হয়ে।
নিকটবর্তী বিমানবন্দরঃ উধম সিং নগর
জিলার পান্টনাগর শহরে পান্টনাগর এয়ারপোট। ১১৩
কি.মি।
উত্তরাখন্ডের
জনপ্রিয় হিল ষ্টেশন আলমোরাকে বলা হয় 'কুমায়ুনের সাংস্কৃতিক রাজধানী। ১৬৫০ মিটার
উচ্চতায় আশ্বখুরাকৃতি গিরিশিরায় গড়ে ওঠা এই শৈলশহরে ব্রিটিশদের অবদান নেই বললেই
চলে। কুমায়ুনের নিজস্ব সাংস্কৃতিকে ভর করে ধিরে ধিরে বিকশিত হয়েছে আজকের আলমরা। শহরকে
বেষ্টন করে আছে কৌশিক (কোশি) ও শাল্মলী (স্যুয়াল) নদী।