রানিখেত
Ranikhet |
স্থানের নামঃ রানিখেত
অবস্থানঃ আলমোরা জেলা, উত্তরাখণ্ড রাজ্য, ভারত।
স্থানটি কেমনঃ শৈল ও সেনানিবাস শহর।
মুখ্য আকর্ষনঃ বাগিচা, পাহাড়, মন্দির।
রানিখেত হল আলমোড়া জেলার একটি শৈল ও সেনানিবাস শহর। এটি সমুদ্রতল থেকে 1869 মিটার
উচ্চতায় অবস্থিত। হিন্দিতে রানীর তৃণভূমি যার মানে রানিখেত। এই স্থানটি কিংবদন্তীতে ঘেরা। কুমায়ুনের রানি পদ্মিনী এই জায়গার
প্রেমে এমন মজে গিয়েছিলেন যে রাজা শুধরদেব এখানে একটা প্রাসাধ নির্মাণ করিয়েছিলেন।
আজ সেই প্রাসাদের কোনও চিহ্ন না থাকলেও রানির ক্ষেত্র থেকে রানিখেত নামটা থেকে
গেছে।
কিভাবে যাবেনঃ
কোথায় থাকবেনঃ
কী দেখবেনঃ
- আর্মি মিউজিয়াম (প্রবেশ মূল্য ২০ টাকা। খোলা থাকে ৯টা-১২টা ও ৩টা-৫টা)
- উপত গলফ কর্স
- কালিকা মন্দির
- চৌবাটিয়া ফ্রুট আর্চাড (রানিখ থেকে ১০ কিমি)
- ভালু ড্যাম ও জলাধার
- ঝুলা দেবী মন্দির (রানিখ থেকে ৭ কিমি)
- রাম মন্দির (রানিখ থেকে ৮ কিমি)
- মনকামেশ্বর শিবের মন্দির (রানিখ থেকে ৮ কিমি)
- গন্ধীজির কটেজ ও গলু দেবতা মন্দির (রানিখ থেকে ৮ কিমি)
- শীতলাখেত (রানিখ থেকে ৩৫ কিমি)
- চাঁদ রাজাদের ঐতিহাসিক মন্দিরগুচ্ছ (রানিখ থেকে ৩৭ কিমি)
প্রয়োজনীয় ফোন
নম্বরঃ
(এসটিডি কোড-০৫৫৯৬৬) রেনু শ্রীবাস্তব হস্পিতাল-২২১৫১১/২২০৪৮৮,
থানা-২২০১০০/২২০২৩২, উত্তরাখণ্ড ট্যুরিজম অপিস-২২০২২৭।
ভালো বা খারাপ লাগলে অবশ্যই আপনার মূল্য বান মন্তব্য লিখুন। আপনার মূল্য বান মতামত
পেলে আমার খুব ভালো লাগবে।
Kathgodam to Ranikhet Map
No comments:
Post a Comment