কৌশানি
Trisul, Nanda Devi and Himalayan range from Kausani |
নামঃ কৌশানি
অবস্থানঃ বাগেস্বর জেলা, উত্তরাখণ্ড রাজ্য, ভারত।
স্থানটি কেমনঃ শৈল শহর।
মুখ্য আকর্ষনঃ বাগিচা, পাহাড়, মন্দির।
Panoramic view of the Himalayas from Kausani |
কৌশানি হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বাগেস্বর জেলায় অবস্থিত একটি ছোট পার্বত্য শহর। ১৮৯০ মিটার উচ্চতায় কৌশানি স্বর্গীয় সৌন্দযের কোনও তুলনা হয় না। হিমালয়ের ৩০০ কিমি ব্যাপ্ত প্যানারমিক ভিউ,
বিশেষত সূর্যোদয় ও সূর্যাস্তের মোহময়ী
রংবদল আপনাকে এক অপার্থিব জগতের সন্ধান দেবে। মহাত্মা গান্ধী এখানে ১৪ দিন থেকে অনাসক্তি
যোগের ওপর বই লিখেছিলান।
কিভাবে যাবেনঃ
কোলকাতা থেকে সরাসরি ট্রেনে কাঠগদাম পৌঁছে গাড়িতে কৌশানি। কাঠগদামে আসা ও যাওয়ার ট্রেনে টাইম জানতে এখানে ক্লিক করুন।
কোথায় থাকবেনঃ
কৌশানিতে বিভিন্ন প্রান্তে ট্যুরিজমের হোটেল গুলো ছড়িয়ে আছে। ভাল হোটেল গান্ধী আশ্রম কাছাকাছি শহরের প্রান্তবর্তী বসতি এলাকা অবস্থিত। কৌশানিতে হোটেলের জন্য এখানে ক্লিক করুন।
Sunset at Kausani |
কী দেখবেনঃ
কৌশানিতে প্রধান আকর্ষণ নন্দা দেবী বিন্যাস মহিমাম্বিত দৃশ্য। হিমালয় দর্শন ও এখানকার পাইন, ওক
এবং ফারের ছাওয়া শান্ত পরিবেশ কৌশানির মুল আকর্ষণ। অন্যান্য আকর্ষণের মধ্যে গান্ধী আশ্রম, গিরিহাস উত্তরাঞ্চল চা প্রাঃ লিমিটেড, শাল ফ্যাক্টরী, বৈজনাথ মন্দির, স্থানীয় বাজার।
প্রথম দিন দেখুনঃ
- গান্ধী আশ্রমঃ গান্ধীজির স্মৃতি-বিজড়িত অনাশক্তি আশ্রমে ওনার ব্যবহৃত চরকা, বইপত্র, লাখার সামগ্রী এবং অসংখ্য ছবি।
- পান্থ মিউজিয়ামঃ কৌশানি বাসস্ট্যান্ডের কাছে পান্থ মিউজিয়ামে কবি সুমিত্রানন্দন পন্থের স্মৃতি-বিজড়িত জিনিসপত্রের সংগ্রহশালা।
- চা বাগানঃ
- কুমায়ুন শাল এম্পোরিয়ামঃ
দ্বতীয় দিন দেখুনঃ
- বৈজনাথঃ কৌশানি থেকে ১৯ কিমি দূরে ১১২৬ মিটার উচ্চতায় বৈজনাথ মন্দির কমপ্লেক্সকে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে গোমতী নদী। এখানে দেখবেন দ্বাদশ শতকের শিব, গণেশ, পার্বতী, চণ্ডিকা, কুবের, সূর্য এবং ব্রহ্মার মন্দির। মন্দিরগুচ্ছের ব্যাকগ্রাউন্ডে তুষারশুভ্র হিমালয়ের ঝকঝকে উপস্থিতি।
- বাগেশ্বরঃ কৌশানি থেকে ৪০ কিমি দূরে গোমতী ও সরযূ নদীর সংগমস্থলে ৯৬০ মিটার উচ্চতায় কুমায়ুনের বিখ্যাত শৈবতীর্থ বাগেশ্বর। বহুপ্রাচীন বাঘনাথ শিবের মন্দির এখানকার মুখ্য আকর্ষণ। কাল পাথরের মন্দিরটি তৈরি হয়েছিল ১৪৫০ সালে।
- চন্ডকা মন্দিরঃ বাগেশ্বর মন্দির থেকে ৫০০মিটার দূরে চন্ডকা মন্দির।
Anashakti Ashram |
Kathgodam to Kausani Map
No comments:
Post a Comment