জলপাইয়ের ৭ টি উপকারিতা

জলপাইয়ের ৭ টি উপকারিতা

জলপাই 
খাবার হিসেবে আমরা সবাই কমবেশি  জলপাই কিংবা জলপাইয়ের তেল খেয়ে থাকি জলপাইয়ের রয়েছে বহুবিধ উপকারিতা খাবার কিংবা ঔষধ দুভাবেই জলপাইকে চালিয়ে দেয়া যায় সম্প্রতি একদল গবেষক গবেষণা শেষে জলপাইয়ের সাত ধরণের উপকারিতার কথা বলেছেন আসুন জেনে নেই, জলপাইয়ের স্বাস্থ্যগত সাতকাহন

১. সুস্থ্য হৃদযন্ত্রের জন্য
যখন কোন মানুষের শরীরের রক্তে ফ্রি ্যাডিকেল অক্সিডাইজড কোলেস্টেরেলের মাত্রা বেড়ে যায় তখন হার্টঅ্যার্টাকের ঝুঁকি থাকে জলপাইয়ের তেল হার্টঅ্যার্টাকের ঝুঁকি কমায় জলপাইয়ের এ্যান্টিঅক্সিডেন্ট রক্তের কোলেস্টেরেলের মাত্রা কমায়ফলে কমে যায় হৃদরোগের ঝুঁকিহৃদযন্তের যত্নে কাজ করে জলপাই

২. ক্যান্সার প্রতিরোধে
কালো জলপাই ভিটামিনের এর ভালো উৎস যা কিনা ফ্রি ্যাডিকেলকে ধ্বংস করে ফলে শরীরের অস্বাভাবিক ওজন নিয়ন্ত্রনে থাকে শুধু তাই নয়, জলপাইতে আছে মনোস্যাটুরেটেড ফ্যাট জলপাইয়ের ভিটামিন কোষের অস্বাভাবিক গঠনে বাধা দেয় ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে

৩. ত্বক চুলের যত্নে
কালো জলপাইয়ের তেল আছে ফ্যাটি এসিড এ্যান্টি অক্সিডেন্ট যা কিনা ত্বক চুলের যত্নে কাজ করে জলপাইয়ের ভিটামিন ত্বকে মসৃনতা আনে চুলের গঠনকে আরও মজবুত করে ত্বকের ক্যানসারের হাত থেকেও বাঁচায় জলপাই সূযের অতিবেগুনি রশ্নির কারণে ত্বকের যে ক্ষতি হয় তা রোধ করে জলপাই

৪. হাড়ের ক্ষয়রোধ করে
জলপাইয়ের মনোস্যাটুরেটেড ফ্যাটে থাকে এন্টি ইনফ্লামেটরি আছে ভিটামিন পলিফেনাল যা কিনা অ্যাজমা বাত-ব্যাথা জনির রোগের হাত থেকে বাঁচায় বয়স জনিত কারণে অনেকেরই হাড়ের ক্ষয় হয় হাড়ের ক্ষয়রোধ করে জলপাইয়ের তেল

৫. পরিপাকক্রিয়ায় সাহায্য করে
নিয়মিত জলপাই খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমেখাবার পরিপাকক্রিয়ায় সাহায্য করে জলপাইশুধু তাই নয়, গ্যাস্টিক আলসারে হাত থেকেও বাঁচায় জলপাইজলপাইয়ের তেলে প্রচুর পরিমানে ফাইবার থাকে যা বিপাক ক্রিয়ায় সাহায্য করে

৬. আয়রনের ভালো উৎস
কালো জলপাই আয়রনের ভালো উৎস রক্তের লোহিত কনিকা অক্সিজেন পরিবহন করে কিন্তু শরীরে আয়রনের অভাব হলে শরীরে অক্সিজেনের অভাব দেখা দেয় ফলে শরীর হয়ে পরে দূর্বল আয়রন শরীরের অ্যানজাইমকে চাঙ্গা রাখে

৭. চোখের যত্নে

জলপাইয়ে ভিটামিন পাওয়া যায় ভিটামিন চোখের জন্য ভালো যাদের চোখ আলো অন্ধকারে সংবেদনশীল তাদের জন্য ঔষধের কাজ করে জলপাই

পড়তে ভুলবেন না
  1. লেবুর ১৫ রকম উপকারিতা 

No comments: